কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি :
জেলার কালকিনিতে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে কালকিনি থানাধীন সাহেবরামপুর বাজারস্থ জনৈক ইরান রারীর পরিচালিত মা-বাবা নামক কুলিং কর্ণারের সামনে ইটের রাস্তা থেকে এক জনকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই.নি:) ফরহাদ রাহী মীরের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালকিনি থানাধীন সাহেবরামপুর বাজারস্থ জনৈক ইরান রারীর পরিচালিত মা-বাবা নামক কুলিং কর্ণারের সামনে ইটের রাস্তা হইতে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠই এলাকার সালাম খলিফা ও রুমা বেগমের ছেলে মো: রাসেল খলিফা (২১) কে আটক হয়। এ সময় তার তল্লাশি করে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply