শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলার পৌর এলাকা থেকে স্বপন মাদবর (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মৃহদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে এলাকাবাসী তার বসত ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে স্বপনকে গলায় ওড়না পেচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মৃত স্বপন মাদবর শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের একটি বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো। সে উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর ১নং ওয়ার্ডের আয়নাল মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন সকালে স্বপনের স্ত্রী তার বাবার বাড়ি বেড়াতে যাবার ফলে স্বপন ঘরে একাই ছিলো। বিকালে এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় ঝুলতে দেখে তাকে খবর দেয়।
খবর পেয়ে শিবচর থানার উপ পরিদর্শক আলমগীর এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply