বাদল সাহা, স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে জাহিদ শেখ (৩০) এক যুবক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪টার দিকে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত জাহিদ শেখ (৩০) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আলিপুর গ্রামের বাকা শেখের চেলে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের সুমন শেখের বাড়িতে কাজ করতো জাহিদ শেখ। বিকালে সুমন শেখের বাড়ির গাছে পানি দেয়ার জন্য পানি আনতে গেলে পুকুরে পড়ে নিঁখোজ হন।
পরে বাড়ীর লোকজন টের পেয়ে খোঁজাখুঁজি এক পর্যায়ে পুকুরে জাহিদের মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত জাহিদ শেখ মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply