কাজী নাফিস ফুয়াদ, ডাসার (মাদারিপুর) প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা কে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মাদারিপুরের ডাসারে এবারে ৪৩ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গোৎসব। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। প্রতিটি মন্ডেপে থাকছে সিসি ক্যামেরা। প্রতিমা তৈরিতে মাটির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
পূর্জা মন্ডপে শারর্দীয় দূগা পূজায় ইতোমধ্যে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরর কাজে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। হিন্দু ধম্বাবলম্বীদের এ বড় উৎসব ২০ অক্টোবর দেবি দুর্গার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু ৫দিন ব্যাপী এ উৎসব দশমী পূজার মধ্যে দিয়ে ২৪ অক্টোবর শেষ হবে। এবার দূর্গা দেবি আগমন করবেন ঘোড়ায় চড়ে।
ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃহাসানুজ্জামান বলেন, পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যগন নিয়োজিত থাকবে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। প্রতিটি পুজা মন্ডপের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা রাখবেন। রাতেরবেলা আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যাহাতে অশ্লীল নৃত্যে রুপ না নেয়।কোন ধরনের সমস্যা হলে অবশ্যই প্রশাসনকে অবিহত করবেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply