নিজস্ব প্রতিবেদক | মাদারীপুরসময় ডটকম
ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেললাইন প্রকল্পটি আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আনন্দের জোয়ার বইছে মাদারীপুর জেলাসহ দক্ষিণাঞ্চলবাসীর মধ্যে। মঙ্গলবার (১০ অক্টোবর) উদ্বোধনের পর থেকেই শিবচরের পদ্মা রেলস্টেশনে ভিড় করেন পদ্মাপাড়ের মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকে বিভিন্ন ব্যানার হাতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ পদ্মা রেলস্টেশনে ভিড় করেন। এসময় তারা বহুল প্রত্যাশিত ঢাকা-ভাঙ্গা রেলওয়ে উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো এলাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, পোস্টারে সাজানো হয়েছে।
শিবচরের স্থানীয় বাসিন্দা ইয়াসিন হোসেন বলেন, এবার প্রথমবারে মতো রেলে চড়বে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। এতে শিবচরবাসীসহ দক্ষিণাঞ্চলের মানুষ খুব খুশি।
শিবচরের আরেক বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন বলেন, পদ্মা সেতুর রেল উদ্বোধনকে ঘিরে আনন্দের জোয়ার বইছে শিবচরের সাধারণ মানুষের মধ্যে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন পদ্মা সেতু পার হয়ে থামবে শিবচরের পদ্মা স্টেশনে। সেতু পার হয়ে শিবচরেই রয়েছে ট্রেনের দুটি স্টেশন। ঢাকা যাওয়া-আসার ক্ষেত্রে শিবচরসহ পদ্মাপাড়ের আশপাশের এলাকার মানুষের জন্য এটি নতুন দিগন্ত।
মাদারীপুরের ব্যবসায়ী মো. সোহেল জামান বলেন, পদ্মাপাড়ের এই এলাকার মানুষ প্রথমবারের মতো রেললাইনের আওতায় এসেছে। পদ্মা সেতু হয়ে এই ট্রেন যাবে ঢাকায়। এই অঞ্চলের সাধারণ মানুষ ট্রেনে চড়ে সহজে অল্প টাকায় ঢাকা যাতায়াত করতে পারবে বলে আমরা খুশি।
শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, রেললাইন প্রকল্প উদ্বোধন হওয়ায় দক্ষিণাঞ্চলবাসীর মধ্যে বইছে উৎসবের আমেজ। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় এই এলাকার মানুষ খুশি। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply