মাদারীপুর প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মাদারীপুরের কালকিনি ও ডাসারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাদারীপুরের ডাসারে এবার ছোট-বড় ৪৫৭ টি এবং কালকিনিতে ২০ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব।দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। প্রতিটি মন্ডেপে থাকছে সিসি ক্যামেরা। এদিকে শেষ সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। হিন্দু ধম্বাবলম্বীদের এ উৎসব ২০ অক্টোবর দেবিদূর্গার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে। ৫দিন ব্যাপী এ উৎসব দশমী পূজার মধ্যে দিয়ে ২৪ অক্টোবর শেষ হবে। এবার দূর্গা দেবি আগমন করবেন ঘোড়ায় চড়ে।
প্রতিমা তৈরির কারিগররা জানান, প্রতিমা তৈরির কাজে সব মিলিয়ে ব্যস্ততায় সময় কাটছে তাদের। এবারে ব্যবহৃত রং, জরী, ভারতীয় পেইন্ড, প্রতিমা তৈরির চুলসহ নানা সামগ্রী গত বছরের চেয়ে বাজার দর বেড়েছে দ্বিগুন।এসব জিনিসের খরচ বাদে পারিশ্রমিক তুলতে হিমশিম খেতে হবে তাদের। তারপরেও দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরি কাজ করে যাচ্ছেন বলে এ পেশা ছাড়তে পারছেন না তারা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাজমুল হাসান বলেন, পূজা মন্ডপের নিরাপত্তার জন্য পোশাক পরিহিত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এছাড়াও আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যগন প্রতিটি পূজা মন্ডপে নিয়োজিত থাকবে। আশাকরি কোন ধরনের নাশকতা হবে না।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে।তাই এবারের পূজায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তায় জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply