সঞ্জয় কর্মকার অভিজিৎ, নিজস্ব প্রতিবেদক :
গ্রাম বাংলার ঐহিত্য ধরে রাখতে গণ জাগরনে শিল্প আন্দোলন শিরোনামে মাদারীপুরে হয়ে গেলো পালা গান। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে টানা ৪ ঘন্টার জমজমাট আসরে মুগ্ধ দর্শক-স্রোতারা। উগ্রবাদী ও মৌলবাদী চিন্তা-ভাবনা ভুলে যেতে পালা গানের কোন বিকল্প নেই বলে মনে করেন অংশ নেয়া শিল্পীরা। আয়োজকরা জানান, লোক সংস্কৃতি ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।
জানা যায়, এক সময়ে গ্রামের মানুষ রাত জেগে পালা শুনতেন। কালের বির্বতনে তা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় এই পালা গান। গণ জাগরনে শিল্প আন্দোলন শিরোনামে জমজমাট এই আসর মধ্যরাত পর্যন্ত। এতে অংশ নেন নরসিংদীর শিল্পী আমজাদ দেওয়ান ও ব্রাহ্মনবাড়িয়ার বেবি দেওয়ান। আবহমান বাংলার সংস্কৃতি গানের মাধ্যমে ফিরে পাওয়ায় মুগ্ধ দর্শক-স্রোতারা। এই গানের মাধ্যমে সমাজ থেকে উগ্রবাদী চিন্তাধারা ধ্বংস হবে বলে আশা শিল্পীদের। আয়োজকরা বলছেন, হারিয়ে যাওয়া সংস্কৃতি চারদিকে ছড়িয়ে এই আয়োজন করা হয়েছে।
পালা গান শুনতে আসা দর্শক আজম কামাল বলেন, এই সুন্দর আয়োজন সত্যিই সবাইকে মুগ্ধ করে। ধর্মের অনেককিছুই আছে এই গানের মাধ্যমে। নতুন প্রজন্ম জানেই না, পালা গান কি, তাই নিয়মিত এই আয়োজন করার দাবি জানাচ্ছি।
আরেক দর্শক বাধন খান বলেন, এক সময়ে মুরব্বিদের কাছে এই গানের গল্প শুনে আসছি। কিন্তু আজ এই জমজমাট আসর দেখে ভাল লাগছে। এর থেকে আমরা নতুন অনেক কিছুই শিখতে পেরেছি।
দর্শক সোহান হাওলাদার বলেন, দুজন ভাল গুনি শিল্পীর অংশগ্রহনে এমন সুন্দর আয়োজন শিক্ষনীয় ছিল প্রতিটি মুহুর্ত। এই অংশ নেয়া দুইজন শিল্পী চমৎকারভাবে তাদের ভাষায় সমাজের উগ্রবাদী চিন্তা ভাবনা পরিহার করতে শিখিয়েছেন।
পালাগানে অংশ নেয়া শিল্পী আমজাদ দেওয়ান বলেন, উগ্রবাদী ও মৌলবাদী চিন্তা-ভাবনা ভুলে যেতে পালা গানের কোন বিকল্প নেই। শিল্পী হিসেবে সবার কাছে এই বার্তাই দিতে চাই।
আরেক শিল্পী বেবি দেওয়ান বলেন, পালা গান মানেই আলাদা আলাদা জ্ঞান শেখার জায়গা। সমাজের ভিন্নধারার মানুষ এই গান থেকে অনেককিছুই শিখতে পারে। যার মাধ্যমে অপসংস্কৃতি দুর হতে পারে।
মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা সাইফুল হাসান মিলন বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো বিচার গানের শিল্পীদের নিয়ে জেলায় এই আয়োজন করা হয়। এই গানের মাধ্যমে শুধু জেলাজুড়ে নয়, সারা দেশজুড়ে লোক সংস্কৃতি ছড়িয়ে যাবে।
সূত্র: মাদারীপুর নিউজ
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply