রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে বিএনপি ফরিদপুর বিভাগীয় রোড মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে এ কর্মসূচিতে যোগদানের পূর্বে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে শোডাউন দেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এসময় ২০-৩০টি মোটরসাইকেল ও পিক-আপ অংশ নেয়। সরজমিনে ঘুরে ও বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, রাজবাড়ী থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে রোড মার্চ শুরু হয়। রোড মার্চটি শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আব্দুর রউফ স্টেডিয়ামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ রোড মার্চকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা রাজৈরের টেকেরহাট বাসস্ট্যান্ডে জড়ো হয়। এসময় তারা ২০-৩০টি মোটরসাইকেল ও পিক-আপ নিয়ে টেকেরহাট বন্দরের প্রধান প্রধান সড়কে বিশাল এক শোডাউন দেয়।
পরে রোড মার্চের বহরটি শরিয়তপুর যাওয়ার পথে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ফেষ্টুন হাতে নিয়ে স্বাগত জানান। এ বহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, হেলেন জেরিন খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতারা জানান, আওয়ামী সরকারের পতন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ রোর্ড মার্চ শুরু হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply