মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সরকার কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, কিছু দলীয় আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও কতগুলো রাজনৈতিক দুর্বৃত্ত সবাই মিলে ওরা একটা রেজিন তৈরি করেছে, আমি ওদের সরকার বলিনা। এই রেজিন ভোট চুরির একটি প্রকল্প, তাদের জনগনের উপর কোন আস্থা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির একদফা দাবীতে মঙ্গলবার সন্ধায় মাদারীপুরের মস্তফাপুরে ফরিদপুর বিভাগীয় রোড মার্চের বক্তব্যে তিনি এ দাবি করেন।
এসময় তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া সর্ম্পকে প্রধানমন্ত্রী যেসব কথাবার্তা বলছে তা অত্যন্ত নিন্মমানের। আর বিএনপি হলো ভদ্রলোকের দল। তাই প্রধানমন্ত্রীকে নিয়ে কোন কথা বলতে চাই না। এক সময়ে বাংলাদেশের জনগণ তার এসব কথার উত্তর দিবে ‘আওয়ামীলীগের নেতারা প্রতিদিন শুধু গালিগালাজ করে বেড়ায়। তাদের কোন শিষ্টাতার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারর্সনকে নিয়ে একদিন আগে যে বক্তব্য দিলো, এটা নিয়ে আমি কথা বলতেও লজ্জা পাই। কারণ বিএনপি এতো নিন্মমানের কথা বলতে পারে না। বিএনপি হলো ভদ্রলোকের দল। তবে একথা জবাব এবার বাংলাদেশের মানুষ দিবে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই।’
আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘আওয়ামীলীগের ভোট চোর করা একটি প্রজেট। যাতে বিচারপতি, সাংবাদিক ও গুন্ডাপান্ডা জড়িত। এদেরও সাংসন দিবে যুক্তরাজ্য। কেউ পালানোর সুযোগ পাবে না। আওয়ামীলীগ এখন দেশ ও বিদেশের কাছে ভোট চোর হিসেবে পরিচিতি লাভ করেছে।’
এ সময় তিনি বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের সভাপতিত্বে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহ্জাদা মিয়া, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সাবেক এমপি ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির নির্বাহী কমিটির সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। একদফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চ রাজরাড়ী থেকে রওনা দিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় মাদারীপুরের মস্তফাপুরে এসে পৌছাঁয়। পথসভা শেষে রাত ৯ টায় শরিয়তপুরের উদ্দেশ্যে রওয়ানা করেণ নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply