মাসুদুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
শিবচরে আলোচিত ফজলু আকন হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে শিবচরের ভদ্রাসন ইউনিয়নের নডু বেপারী কান্দি গ্রামে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী। এ সময় হত্যাকাণ্ডের প্রধান আসামি আটককৃত বাদশা আকন (৩০) এর ফাঁসিসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর থানাধীন ভদ্রাসন ইউনিয়নের নডু বেপারী কান্দি গ্রামে জমি নিয়ে রেষারেষি জেরে গত ৪ঠা মার্চ ২০১২ তারিখে সকাল ৭ ঘটিকার সয়ম রাস্তা নির্মানের জন্য মাটি কাটার কাজকে কেন্দ্র করে সংঘর্ষ তৈরি হয়। এসময় স্থানীয় ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান রহিম বেপারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপক্ষকে শান্ত করেন। কিন্তু চেয়ারম্যানের স্থান ত্যাগ করার সঙ্গে সঙ্গে বিবাদীগণ ফজলু আকন (৫৭) উপর অতর্কিত ভাবে হামলা করে। এসময় অহেদ আকন (৬০) হকুমের আসামী অহেদ আকন এর নির্দেশে পূর্ব পরিকল্পিত ভাবে জিয়াসিন বেগম (২৫) প্রথমে বাঁশের লাঠির দ্বারা ফজলু আকনকে আঘাত করে পাশ থেকে এসে রাজা আকন (৩০) আজাদ আকন (২৮) লাবলু আকন ২৩ তানিয়া আক্তার (২০) দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথা আক্রমণ করেন। এসময় ফজলু আকন গুরুতর জখম হয় এবং বাদশা আকন (৩০) এর গাছ কাটা দা দিয়া ফজলু আকন (৫৭) এর উপর কোপাতে শুরু করে। ফজলু আকনের পুত্র বাদী আবু আকন (২৮) এবং খোকন আকন বাবাকে বাঁচাতে গেলে তাদেরকে গুরুতর জখম করে। এসময় তারা চিৎকার করতে থাকে আসামিগণ ফজলু আকন এর মৃত্যু নিশ্চিত করার জন্য আরও বেপরোয়া হয়ে নির্মম আঘাত করতে থাকে একপর্যায়ে চেয়ারম্যান রহিম বেপারীসহ গ্রামবাসী ঘটনা স্থলে উপস্থিত হলে আসামিগণ পালিয়ে চলে যায়। ফজলু আকনকে শীবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজলু আকনকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার পরিকল্পনাতেই ফজলু আকনকে হত্যা করা হয়েছে। ফজলু আকনকে হত্যা করে তার পরিবারকে দুর্বল করার উদ্দেশ্য নিয়েই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটায় সন্ত্রাসীরা। আমরা গ্রেফতারকৃত আসামির ফাঁসিসহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ, ১১ বছর পর আলোচিত ফজলু আকন হত্যা মামলার মূল আসামি বাদশা আকনকে গত ৭ সেপ্টেম্বর ঢাকার জুরাইন থেকে গ্রেপ্তার করেন পুলিশ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply