নিজস্ব প্রতিবেদক | মাদারীপুরসময় ডটকম
আবুল কালাম ও হাসিয়া বেগম দম্পতির ৩য় সন্তান বরহানুদ্দিন রিফাতের জন্মদিন আজ। আজকের এই দিনে পরিবারে আনন্দের আলো ছড়িয়ে এই সুন্দর পৃথিবীর আলো দেখেছিল বরহানুদ্দিন রিফাত।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা তোমায়, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজকের এই দিনে এক শুভ ক্ষণে ২ই অক্টোবর মাদারীপুরের শিবচরে তার জন্ম, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটির নাম বরহানুদ্দিন রিফাত।
আজ রাত ৯ টার সময় মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে তার শুভ জন্মদিন পালন করা হবে নিজ বাড়িতে। তখন পরিবারের সকল সদস্যদের সাথে বন্ধু-বান্ধবী ও শুভাকাঙ্ক্ষীরা সেখানে উপস্থিত থাকবে।
মহসিন খান রিফাতকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বরহানুদ্দিন রিফাত নম্র, ভদ্র, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। আমি বন্ধুর দীর্ঘায়ু কামনা করছি এবং জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বন্ধুর মঙ্গল কামনা করছি।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply