মাদারীপুরসময় ডটকম ডেক্স :
মাদারীপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করুণ সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের স্বাধীনতা অঙ্গনে সদর উপজেলা বাল্যবিবাহ মুক্ত পর্যালোচনা সভায় উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অতিথি।
অনুষ্ঠানে প্রধান অতিথি শাজাহান খান মাদারীপুর সদর উপজেলায় বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন। এ সময়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নিকাহ রেজিস্টারগণ ও সুশীল সমাজ, সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সূত্র: মাদারীপুর নিউজ
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply