মাদারীপুরসময় ডটকম ডেক্স :
মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সমস্যা চিহ্নিতকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন তালুকদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক আবদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেইন প্রমুখ। এ ছাড়াও কর্মশালায় সরকারি বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতিরা অংশগ্রণ করেন।
কর্মশালায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।
সূত্র: মাদারীপুর নিউজ
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply