ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে রায়হান বেপারী(১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রায়হান বেপারী উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাকির বেপারীর ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান বেপারী বুধবার রাতে এশারের নামাজ শেষে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশের একটি রেইনট্রি গাছের ডালের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় নিহতের স্বজনরা। পরে স্থানীয়রা বিষয়টি ডাসার থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে নিহতের চাচা মোহাম্মদ বেপারী জানান, আমার ভাতিজা রায়হান স্বাভাবিক ছিল না। মাঝেমধ্যে রাতে সে ঘর থেকে বের হয়ে যেত। এলাকার লোকজনের সাথে মেলামেশাও কম করতো।
নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, আত্মাহত্যা খবর শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।
এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, রায়হান বেপারী নামে এক কিশোর গলায় ফাঁস দিয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply