শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
পদ্মাসেতুর ৩৪ নম্বর পিলারের কাছে নদী থেকে নিঁখোজের প্রায় ১৪ ঘন্টা পর আবুল কালাম (৪০) নামীয় জেলের লাশ উদ্ধার করেছে শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরীদল।
এর আগে শনিবার দিনগত রাত ৩ টার দিকে মাছধরা ট্রলারের সাথে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কা লাগলে নদীতে পরে নিখোঁজ হন ওই জেলে।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরীদল অভিযান চালিয়ে নিঁখোজ জেলের মরদেহ উদ্ধার করে।
নিহত আবুল কালাম শরিয়তপুরের জাজিরা উপজেলার মাদবরকান্দি এলাকার রহমান মোল্লার ছেলে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত তিনটার দিকে পদ্মানদীর শরিয়তপুরের জাজিরা এলাকায় মাছ ধরছিল একটি জেলে ট্রলার। রাতে বালু বোঝাই একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে ৫ জেলে নদীতে পড়ে যায়। এসময় সাঁতরে অন্যরা উঠতে সক্ষম হলেও তলিয়ে যায় আবুল কালাম মোল্লা। তল্লাশি চালিয়ে নিঁখোজের প্রায় ১৪ ঘন্টা পর শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরী দল পদ্মা সেতুর ৩৪ নম্বর পিলার সংলগ্ন পদ্মানদীতে নিঁখোজের মরদেহ উদ্ধার করে।
শিবচর ফায়ার সার্ভিসের টিম লীডার তরুন উর জামান বলেন, ’রোববার বিকেলে তল্লাশি চালিয়ে আমাদের ডুবুরীদল নিঁখোজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ভোর রাতের দিকে তিনি নদীতে পড়ে নিঁখোজ হন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply