শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
শিবচরে এক মাদ্রাসা ছাত্রী, এক গৃহবধূসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ জনের মুত্যুর ঘটনায় শিবচর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বড় দোয়ালী শিকদারকান্দি গ্রামের মোসলেম মাতুব্বরের মেয়ে রানী বেগম (২৯) তার স্বামী জাহাঙ্গীর মিয়ার সাথে পৌরসভার গূয়াতলা গ্রামের আ: রহমান হাওলাদারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো। শনিবার মধ্যরাতে স্বামী জাহাঙ্গীর মিয়ার সাথে রানী বেগমের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী জাহাঙ্গীর মিয়া ঘর থেকে বের হয়ে অন্যত্র চলে যায়। রাতের কোন এক সময়ে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে রানী বেগম আত্মহত্যা করে। রবিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে প্রেরন করে।
অপরদিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর গ্রামের বাবুল মোল্লার মেয়ে শিরুয়াইল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী কাকলী (১৪) পারিবারিকভাবে হতাশাগ্রস্থ থাকায় শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে রশি টানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে প্রেরন করে। এছাড়া উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা মৌলভীকান্দি গ্রামের শাহ আলমের ছেলে রাজন মুন্সি (২০) মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে গত ১০ সেপ্টেম্বর সন্ধায় ঘরে থাকা ঘাসমারা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সেখানে চিকিৎসা গ্রহন শেষে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর আবারো রাজন মুন্সি অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ্য হওয়ার পরে গত ১৯ সেপ্টেম্বর তাকে বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। গত ২৩ সেপ্টেম্বর রাতে পুনরায় অসুস্থ্য হয়ে রাজন মুন্সির মৃত্যু হয়। খবর পেয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে প্রেরন করে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply