মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় ৪ জনকে আহত করার অভিযোগ করেছেন মোঃ শাহআলম মুসুল্লি নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুকুয়া গ্রামের শাহআলম মুসুল্লির সাথে জমিজমা নিয়ে একই গ্রামের আনোয়ার ফকির গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে রবিবার সকাল ৮টার দিকে প্রতিপক্ষ আনেয়ার ফকির গংরা অবৈধভাবে গায়ের জোরে লাঠিসোটা ও দেশীয় ধাড়ালো অস্ত্র নিয়ে শাহআলম মুসুল্লীর দখলীয় জমিতে ধানের বীজ রোপন করা শুরু করে। ওই সময় শাহআলম মুসুল্লী গংরা তাদের ভোগদখলীয় জমিতে বীজ রোপন করতে তাদের বাঁধা দিলে আনোয়ার ফকির, আলমগীর ফকির, নজরুল কাজী, সোহেল ফকির, স্বপন ফকির, মোস্তফা ফকিরসহ তাদের লোকজন অযথা তর্কের সৃষ্টি করে। এক পর্যায়ে শাহআলম মুসল্লীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার স্ত্রী মমতাজ বেগমকে কুপিয়ে ও ছেলে ওমর ফারুক, নাসির আকন, বেল্লাল হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে মাথাসহ বুকে-পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট ফুলা জখম করে।
আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আনোয়ার ফকির গংরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
ওই বিষয়ে অভিযুক্ত আনোয়ার ফকির কোন কথা বলবেনা বলে জানান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply