শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
বিজয় টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান এর ভাই জুয়েল খান, বাংলাভিশন টিভি ও দৈনিক সমকাল পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ মুপ্তির বাবা এবং বিএমএসএফ শিবচর শাখার সদস্য সাংবাদিক আবু বকরের মাতা জবেদা বেগমের মৃত্যুতে শিবচরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শিবচর শাখার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএমএসএ’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাংবাদিক আবুল খায়ের খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মাওলা, সহ সভাপতি মো: আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক রেজা মোঃ তৌহিদ, বিএমএসফ শিবচর শাখার সভাপতি অপূর্ব জয়, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুল গাফ্ফার মুন্সি সোহাগ, সংবাদিক মো: নাদিম, সাংবাদিক মোঃ সজিব খান, কবি ও সাংবাদিক তামিম ইসমাইল, সাংবাদিক জুয়েল মাহমুদ, সাংবাদিক আনোয়ার হোসেন বিপ্লব, সাংবাদিক কামরুজ্জামান পলাশ, মো: মিলন হোসেন, সাংবাদিক মো: মনিরুজ্জামান লপ্তিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর বিজয় টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খানের ভাই মো: জুয়েল খান, গত ২৭ আগস্ট বাংলাভিশন টিভি ও দৈনিক সমকাল পত্রিকার মাদারীপুর প্রতিনিধি সাংবাদিক ফরিদ উদ্দিন মুপ্তির বাবা ফরহাদ হোসেন মুপ্তি এবং ২৫ জুলাই সাংবাদিক আবুবকরের মাতা জবেদা বেগম মৃত্যুবরণ করেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply