নিজস্ব প্রতিবেদক | মাদারীপুরসময় ডটকম
বাংলাদেশ ছাত্রলীগ লৌহজং উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মাসুম হাওলাদারের আজ ৩০ তম জন্মদিন।
মোঃ মাসুম হাওলাদার ছাত্র রাজনীতি ও রাজপথে অত্যন্ত পরিচিত। ছাত্র রাজনীতি অঙ্গনে মুজিব রনাঙ্গনের এই সৈনিক কখনো নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক সাহসী মাসুমের পদচারণা। যিনি সত্যের সন্ধানে নির্ভীক সাহসী ছাত্র নেতা, জীবনে সুখ, বিলাস, লোভ, মোহ ও ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি তিনি আর কেউ নয়, তিনি এ সময়ের প্রিয় ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগ লৌহজং উপজেলা শাখার সহ-সভাপতি প্রিয় মুখ মোঃ মাসুম হাওলাদার।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী আপনার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। আপনি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা আপনাকে, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজকের এই দিনে এক শুভ ক্ষণে ১৯৯৩ সালের ২৩ই সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় তার জন্ম, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজকের বাংলাদেশ ছাত্রলীগ লৌহজং উপজেলা শাখার সহ-সভাপতি হিসাবে কাজ করে যাওয়া মোঃ মাসুম হাওলাদার। এ সময়ের ছাত্র রাজনীতি অঙ্গনে লৌহজং উপজেলা কয়েকজন ঈর্ষান্বিত ছাত্র নেতাদের মধ্যে মোঃ মাসুম হাওলাদার নামটি বেশ পরিচিত ও অন্যতম।
মাসুম ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। স্কুলে পড়াশোনার সময়কাল থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি নম্র, ভদ্র, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃজনশীলতা। প্রকাশভঙ্গী, নম্র ও কোমল আচরণের জন্য তিনি সকলের কাছে সমান সমাদৃত। সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই ছাত্র নেতা। অল্প বয়সে এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন মোঃ মাসুম হাওলাদার।
দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার বার্তা সম্পাদক “মাজহারুল ইসলাম” বাংলাদেশ ছাত্রলীগ লৌহজং উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মাসুম হাওলাদারকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, মাসুম একজন সত্যের সন্ধানে নির্ভীক সাহসী ছাত্র নেতা, জীবনে সুখ, বিলাস, লোভ, মোহ ও ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না। এ সময়ের প্রিয় ছাত্র নেতা। সকলের প্রিয় মুখ। আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার মঙ্গল কামনা করছি।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply