মাদারীপুর সংবাদদাতাঃ
মাদারীপুরের ডাসারে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গৌরনদী উপজেলার মাগুরা এলাকার এসকেন্দার হাওলারের ছেলে দুলাল হাওলাদার (৩০) ও একই এলাকার কাদের হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহকর্মীর স্বামী মারা যাওয়ার পর সন্তান নিয়ে তিনি ঢাকার মিরপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।সেখানে থাকার সুবাদে তার বাসার সামনের চায়ের দোকানি বাবু ওরফে মানিক নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। মানিক ওই নারীকে বিয়ের জন্য ছেলে দেখানোর কথা বলে ৬ সেপ্টেম্বর বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাগুরা গ্রামে নিয়ে আসে। পরে ওইদিন রাতে পার্শ্ববর্তী মাদারীপুরের ডাসার এলাকায় একটি বাড়িতে নিয়ে এসে দুলাল হাওলাদার, ইদ্রিস হাওলাদার, মানিক শেখ ও বাবু ওরফে মানিক জোরপূর্বক রাতভর ধর্ষণ করেন ওই নারীকে। পরে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।এ ঘটনায় ঘটনায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এক নারীকে গণধর্ষণ মামলায় ২ আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply