স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
স্বামী বশির বিশ্বাস ওমান প্রবাসী। কিন্তু বাড়ীতে ঠিকমতো টাকা না পাঠানোয় পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না স্ত্রী কোহিনুর বেগম। এছাড়া কয়েকদিন ধরে শারীরিক জ্বালাপোড়া রোগে ভুগছিলেন।
তাই মানসিক দুশ্চিন্তা ও অসুস্থতার কারণে ঘরের আড়ার সাথে রশি বেঁধে আত্মহত্যা করেন কোহিনুর বেগম (৪২) নামের গৃহবধূ।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৩ টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের বাঘিয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত কোহিনুর বেগম ওই গ্রামের ওমান প্রবাসী বশির বিশ্বাসের স্ত্রী।
উপপরিদর্শক মহসিন আলী বলেন, গৃহবধূর স্বামী কিছু লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ওমানে যান। এরপর থেকে তিনি নিয়মিত টাকা পাঠালে তার স্ত্রী পাওনাদারদের টাকা অল্প অল্প করে শোধ করতেন।
কিন্তু হঠাৎ তার স্বামী বাড়ীতে ঠিকমতো টাকা পাঠাচ্ছিলেন না। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এরমধ্যে আবার কোহিনুর বেগম কিছুদিন ধরে শারীরিক জ্বালাপোড়া রোগে ভুগছিলেন। তাই মানসিক দুশ্চিন্তা ও অসুস্থতার কারনে ঘরের আড়ার সাথে রশি বেধে আত্মহত্যা করেন।
পরে সকালে স্থানীয় লোকজন বিষটি টের চেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply