শিবচর(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ধান ক্ষেতের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাদশাকান্দি গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহতের নাম কহিনুর তালুকদার (৭০)।সে দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা বাবলাতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা যায়,এলাকার ধান ক্ষেতের পাশে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: মানিক মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। নিহত ঐ ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ্য ছিল বলে জানা যায়। গত ১৫ সেপ্টেম্বর সে বাড়ি থেকে নিখোঁজ হয় বলে তার পরিবারের লোকজনের দাবী। পুলিশ নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে প্রেরন করেছে।
এ বিষয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: মানিক মিয়া বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ্য ছিল বলে তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply