মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে প্রাইভেট কার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব শিকদার (৩৫) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের আচমত আলী খান সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব শিকদার মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার সালমান শিকদারের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়,সদর উপজেলার মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের আচমত আলী খান সেতুর কাছে মঙ্গলবার রাত ১১টার দিকে মাদারীপুর শহরগামী একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকের চালক বিপ্লব শিকদার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান সে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কার আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply