কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজন ইউপি সদস্য সহ তিনজন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। পরে আটককৃত ঐ তিনজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা এ দন্ড প্রদান করেন। আটককৃতরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মৃধা-(৫৫), একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দানেশ সরদার-(৫০) ও একই এলাকার আজাহার সরদার-(৫০) ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। এদিকে ওই জুয়াড়িদের আটক করায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অপরদিকে মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে কাজ করতে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলকে আহবান জানিয়েছেন কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসান।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের একটি নির্জনস্থানে জুয়া খেলার আসর বসিয়ে আসছে একটি জুয়াড়ি মহল। এমন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসানের দিক নির্দেশনায় ওই এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল।পরে শুক্রবার বিকেলে জুয়া খেলার আসর থেকে ইউপি সদস্য খোকন মৃধা, সাবেক ইউপি সদস্য দানেশ সরদার ও আজাহার সরদার নামে তিনজন জুয়াড়িকে আটক করে থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড প্রদান করেন।
কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসান বলেন, জুয়া খেলার খবর পেয়ে উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজন জুয়াড়িকে আটক করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে আমরা সবার সহযোগীতা কামনা করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, আটককৃত তিনজন জুয়াড়িকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply