কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে দর্শনা এ.কে.ডি.উচ্চ বালিকা বিদ্যালয় স্কুলের পাঠদন বন্ধ রেখে শিক্ষর্থীদের নিয়ে হাসপাতালে গেলেন সকল শিক্ষক। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অভিবাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। আজ সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাদারীপুরের ডাসারে এ কে ডি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগ আত্মহত্যার উদ্দেশ্য অতিরিক্ত ঘুমের ঔষধ সেবন করেছেন। গুরত্বর অসুস্থ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয় এসে ক্লাসে বসেন। পরে স্কুলের সহকারী শিক্ষক গন পাঠদান বন্ধ রেখে সকল শিক্ষার্থীদের নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে তাকে দেখতে যান। খবরটি এলাকায় মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে অভিবাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
শিক্ষার্থী ঈষিতা, রিয়া, ফারজানা ও শীথি বলেন, আমাদের এক ক্লাস হওয়ার পরে স্যারেরা মাদারীপুর নিয়ে গেছে। স্যারে অসুস্থ তাই।
অভিবাবক মাজেদ মোল্লা বলেন, স্কুল চলতি অবস্থায় সব ছাত্রীদের নিয়ে মাদারীপুর গেল ক্যান। মানুষের কাছে শুনতেছি সে নাকি বিষ খাইছে। ছাত্রীদের বাবা মা আইসা বলতেছে তাদের মেয়েদের স্কুলে পায়না।
স্কুলের নিরাপত্তা কর্মি প্রান্ত দত্ত ও পরিছন্ন কর্মি মনিকা দে জানান, গতকাল বিকেলে প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়লে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ স্যাররা শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালে গেছে।
প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগ মুঠোফোনে বলেন, অশান্তি আর ভালো লাগে না, তাই ১১ টি ঘুমের ঔষধ খেয়েছি। এখন একটু ভালো।
এ বিষয় জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান ইসলামের মুঠোফোন একাধিক বার দিয়ে ফোন দিলেও পাওয়া যায়নি।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply