1. editor@madaripursomoy.com : Madaripur Somoy : Madaripur Somoy
  2. admin@madaripursomoy.com : মাদারীপুরসময় ডটকম : মাদারীপুরসময় ডটকম
  3. news@madaripursomoy.com : Madaripur Somoy : Madaripur Somoy
শিবচরে বঁড়শি দিয়ে মাছ শিকারের সময় পানিতে ঢিল ছোঁড়ায় সংঘর্ষ, আহত ৪ - মাদারীপুরসময় ডটকম
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
শেখ হাসিনার বিচারের দাবীতে কালকিনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত স্কুলে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাদারীপু‌রে জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধের জেরে স্বামী ও স্ত্রী‌কে কু‌পি‌য়ে জখম কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালকিনিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা কালকিনিতে নবগঠিত তরুণদলের আহবায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ কালকিনিতে মাদারীপুর জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা মাদারীপুরের কালকিনি থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক অবশেষে কালকিনিতে শুরু হলো খাল পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধারে অভিযান

শিবচরে বঁড়শি দিয়ে মাছ শিকারের সময় পানিতে ঢিল ছোঁড়ায় সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
16 9 23 madaripursomoy
print news

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বড়শি দিয়ে মাছ শিকারের সময় পানিতে ঢিল ছুড়ে মারাকে কেন্দ্র করে দুই শিশুর অভিভাবকদের মধ্যে সংঘর্ষ।এসময় এক শিশুর পিতা, মাতাসহ ৪ জন আহত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব বাশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো ওই এলাকার আনোয়ার মোল্লা (৬৭) তার ছেলে ছেলে কালু মোল্লা (৪০), আরেক ছেলে গাজী মোল্লা (৩২) কালু মোল্লার স্ত্রী রাবেয়া (৩২)

পারিবারিক ও স্থানীয় সুত্র জানায়, বুধবার বিকেল ৫ টার দিকে স্থানীয় একটি পুকুরে হোসেন ঢালীর ছেলে নাইম ঢালী (১২) বঁড়শি দিয়ে মাছ শিকার করতে ছিলো।এসময় কালু মোল্লার ছেলে জোনায়েত (৮) ওই বঁড়শির পাশে পানিতে একটি ইটের গুড়া ছুঁড়ে মারেন।এসময় নাইম জোনায়েদের মধ্যে সংঘর্ষ হয়। পরে নাইম এঘটনা তার বড় ভাই ইয়াছিন ঢালিকে জানালে সে তার ছোট ভাই ফারুক ঢালী ও তাদের চাচা সিদ্দিক ঢালীসহ কয়েকজন জোনায়েদের বাড়িতে গিয়ে ঘটনা জানতে চাইলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার মোল্লা তার ছেলে ছেলে কালু মোল্লা আরেক ছেলে গাজী মোল্লা কালু মোল্লার স্ত্রী রাবেয়া আহত হয়।এদের মধ্যে কালু মোল্লা ও গাজী মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে কালু মোল্লার স্ত্রী রাবেয়া বাদি হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রাবেয়া বলেন, যারা আমার স্বামী, দেবরকে কুপিয়েছ। আমাকে মেরেছে। আমার গলায় থাকা স্বর্নের চেইন নিয়ে গেছে। আহতদের উদ্বার করে ভ্যানে শিবচর আনার পথে সেখানেও তারা হামলা করে। আমি এই ঘটনা তদন্ত সাপেক্ষ দোষীদের বিচার চাই।

আহত কালু মোল্লা বলেন, আমি ঘুমানো ছিলাম, ঘরের বাহিরে চিল্লাচিল্লির শব্দ শুনে বের হয়ে দেখি ওরা আমার ভাইকে পেটাচ্ছেন। পরে আমি কি হইছে জানতে চাইলে তারা আমার মাথায় একটি কোপ দেয়।পরে আমি আমার ভাইকে ধরতে গেলে তাকেও কোপায়।তারা আমার স্ত্রীকে মেরেছে।আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

তবে অভিযোগের প্রেক্ষিতে হোসেন ঢালী মুঠোফোনে বলেন, মাছ ধরতে গিয়ে ছোট বাচ্চারা মারামারি করেছে। পরে আমার ছেলে নাইমকে গাজি মোল্লা পানিতে চুবায়। তাদের ভয়ে আমার ছেলেটা অন্য বাড়ির উপর দিয়ে আমাদের বাড়িতে এসে আমার বড় ছেলেকে ঘটনা জানালে তারা ওদের বাড়িতে যায়।পরে তাদের কাছে বিষয়টি জানতে চায়। এসময় গাজি মোল্লা সেখানে একটি দোকানে থাকা বাসের লাঠি নিয়ে দৌড়ানি দেয়। পরে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, ’এবিষয়ে একটি মামলা রুজু হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By Shakil IT Park

এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত