মাদারীপুর সংবাদদাতাঃ
মাদারীপুরে ফুটবল খেলতে গিয়ে দুলাল সাহা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার চরমুগুরিয়া কলেজ মাঠে এ ঘটনা। মৃত দুলাল সাহা চরমুগুরিয়া এলাকার নারায়ন সাহার ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, চরমুগুরিয়া কলেজ মাঠে প্রতিদিনের মতোই বিকালে ফুটবল খেলতে যান দুলাল।মাঠে নেমে ফুটবলে লাথি মারার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে পড়ে ছটফট করতে থাকেন। সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই গোপাল সাহা বলেন,”এভাবে ও চলে যাবে কখনও ভাবতে পারিনি। কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। এখন আমি একেবারেই নিঃস্ব। আমার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ রইল না।”
সহপাঠী রাজিব বলেন,”আমরা সহপাঠীরা এবং এলাকার কিছু লোকজন মিলে প্রতিদিন কলেজ মাঠে ফুটবল খেলতে যাই। প্রতিদিনের মতো আজকেও দুলাল আমাদের সঙ্গে খেলতে মাঠে নামে। পরে ফুটবলটিতে লাথি মেরেই ঘটনাস্থলে ছটফট করতে করতে মারা যায় সে।”
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন,”বিষয়টি শুনেছি যে বিকালে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে এক যুবক হার্ট অ্যাটাকে মারা গেছে।ঘটনাটি দুঃখজনক।”
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply