এসএম ফেরদৌস, রাজৈর (মাদারীপুর):
মাদারীপুরের রাজৈর উপজেলায় ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি দেওয়ায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও মাদারীপুর জেলা ছাত্রদল কে ধন্যবাদ জানিয়ে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজৈর উপজেলা, পৌরসভা ও রাজৈর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ একটি শুভেচ্ছা ও আনন্দ র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই আনন্দ র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ‘হিমেল আল ইমরান।
এদিকে নতুন কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মাতুব্বর ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী সহ বি এন পির নেতৃবৃন্দ।
এসময় আনন্দ শোভাযাত্রায় অংশ নেন মাদারীপুর জেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ন আহবায়ক মাইদুল ইসলাম ও মহাদেব সূত্রধর, রাজৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তরিকুল মাতুব্বর ও পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ সরদার এবং সরকারি রাজৈর ডিগ্রি কলেজ ছাত্রদলের সংগ্রামী আহবায়ক জাকির হোসেন কাজী সহ আরো ও অসংখ্য নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply