মাদারীপুরসময় ডটকম ডেক্স :
মাদারীপুরে কালকিনিতে গোপনে বিক্রি হওয়া ২ মাস বয়সের শিশু আলিফকে উদ্ধার করে অবশেষে মায়ের কোলে ফিরেয়ে দিলো থানা পুলিশ।
শিশু আলিফ পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের আশ্রয়কেন্দ্রের বাসিন্দা আলী আজগরের ছেলে। আজ মঙ্গলবার সকালে ওই শিশুকে উদ্ধার করা হয়।
পুলিশ ও শিশুর মা জানান, শিশু আলিফের মা কাজল বেগম গত তিনদিন আগে আলিফকে ঘরে ঘুম পাড়িয়ে বাহিরে যায়। এ সুযোগে আলিফের বাবা ও তার দাদি পারুল বেগম মিলে আলিফকে তার মায়ের চোখ ফাঁকি দিয়ে গোপনে নাজমা বেগম নামে এক দালালের মাধ্যমে মাদারীপুর জেলার কালিকাপুর গ্রামের রতন হাওলাদারের ছেলে জামাল হোসেনের কাছে ১ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। পরে শিশু আলিফকে বিক্রির এক লাখ টাকা থেকে দালাল নাজমা বেগম ৫০ হাজার ও শিশুর বাবা আজগর আলী ৫০ হাজার টাকা করে ভাগ করে নেয়। এদিকে শিশু আলিফকে কোথায় খুঁজে না পেয়ে শিশুটির মা কাজল বেগম দিশেহারা হয়ে পড়েন। পরে ওই শিশুর মা কাজল বেগম কালকিনি থানা পুলিশের কাছে অভিযোগ দেন। পুলিশ দ্রুত মাদারীপুর জেলায় অভিযান চালিয়ে শিশু আলিফকে উদ্ধার করে এবং অভিযুক্ত পারুল বেগম, জামাল হোসেন ও দালাল নাজমা বেগমকে থানায় নিয়ে আসেন।
শিশুর মা কাজল বেগম কান্না জরিত কন্ঠে বলেন, আমি আগে ধন্যবাদ দেব থানা পুলিশকে, তারা আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমার স্বামী ও শ্বাশুরী মিলে গোপনে আমার সন্তান বিক্রি করে দিয়েছিল। আমি তাদের কঠিন বিচার চাই।
এ বিষয় জানতে চাই অভিযুক্ত নবজতাকের বাবা আজগর আলীকে এলাকায় পাওয়া যায়নি।
উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার জানান, ঘটনাটি আমার বাড়ির পাশের ঘটনা। কতবড় পাষান হলে একজন বাবা দুই মাসের শিশুকে বিক্রি করে দিতে পারে। বিষয়টি খুবই দুঃখজনক।
এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) তৌহিদ হোসেন জানান, বড় বিষয় হল আমরা শিশু আলিফকে উদ্ধার শেষে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply