শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
৫০ তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় উপজেলা পর্যায়ে শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের বালক দল ও শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে। দল দুটি আগামী ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহনের যোগ্যতা অর্জন করেছে।
জানা যায়, উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে গত ৪ সেপ্টেম্বর উপজেলার ৪৬ টি মাধ্যমিক ও কারিগড়ি বিদ্যালয় ও ১৭ টি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৮ টি ক্লাস্টারে ৫০ তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতার ফুটবলে ফাইনালে খেলার সুযোগ পায় শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের বালক দল ও বালিকা দল এবং শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের বালক দল ও বালিকা দল। সোমবার হাতির বাগান মাঠে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের বালক দলকে ১-০ গোলে হারিয়ে শিরুয়াইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের পক্ষে একমাত্র গোলটি করেন ৮ ম শ্রেনীর শিক্ষার্থী সাইফুল ইসলাম। অপরদিকে শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে নন্দকুমার মডেল ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: সামসুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: বেলায়েত হোসেন, সালেহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মো: রেজাউল ইসলাম ও হোগলার মাঠ উচ্চ বিদ্যালয়ের মো: সিরাজুল হক।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply