কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে মারামারি ঘটনায় ছাত্রদলের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগের এক শীর্ষ পর্যায়ের নেতা।
আজ সোমবার সকালে মামলা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ মামলার আসামী যারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সজল বেপারি, যুগ্মআহ্বায়ক মোঃ সরাফত বেপারী, যুগ্ম আহ্বায়ক ইমারাত হোসেন ইমু, কালকিনি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার, সদস্য সচিব আমিনুল ইসলাম তালুকদার, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজাহারুল শিকদার, সদস্য সচিব মোঃ শাহীন বেপারি।
মামলা ও দলীয় সূত্রে জানাগেছে, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সম্প্রতি কালকিনি উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা করে জেলা ছাত্রদল। ওই নতুন কমিটির উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় কালকিনি হাসাপাতালের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনা স্থানে আসিলে পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বাধা মুখে পড়িলে ওই আনন্দ মিছিলটি পন্ড হয়ে যায়। এ বিষয়টি নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মাঝে উত্তেজনা বিরাজমান। এ বিষয় নিয়ে গত রোববার পুনরায় উপজেলা ছাত্রদলের কিছু নেতাকর্মীদের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তপন বেপারীর সাথে মারামারি হয়। এতে তপন বেপারী আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হন। তার এ আহতের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির বাদী হয়ে রোববার রাতে কালকিনি থানায় ৯জন ছাত্রদল নেতাকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয় জেলার ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব জানান, ছাত্রদলের নতুন কমিটি একটি আনন্দ মিছিল বের করলে সেখানে পুলিশ ও ছাত্রলীগ মিলে ছাত্রদলের মিছিলটি পন্ড করে দেয়।এর জের ধরে পুনরায় আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এখন আবার একটি মিথ্যা মামলা দিয়ে ছাত্রদলের নেতাদের এলাকা ছাড়ার করার পায়তারা চলছে।এ মিথ্যা মামলার ঘটনার তিব্র নিন্দা জানাই।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির জানান, আমাদের উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তপন বেপারীর উপর বিনা কারনে হামলা চালিয়েছে ছাত্রদল, তাই আমি মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply