শিবচর (মাদারীপুর) সংবাদদাতা :
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের অভিযান টের পেয়ে সরে পড়েন বালু লুটে জড়িত ব্যক্তিরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করেন ।
কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়াল ইসলাম বলেন, যৌথ অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের নদীতে পাওয়া যায়নি। কোনোভাবে হয়তো অভিযানের কথা জানতে পেরে তারা পালিয়েছে। তবে চলমান এই অভিযানে স্পটে বালু উত্তোলনরত অবস্থায় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান বলেন, মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামের নির্দেশক্রমে শনিবার আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যহত থাকবে। বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, অবৈধ বালু উত্তোলন চক্র ও এর সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি নির্মূল করতে প্রয়োজন স্থানীয় জনগণের সহযোগিতা ও প্রভাবশালী বিভিন্ন মহলের সদিচ্ছা। বেশির ভাগ সময় নদীর গহীনে গভীর রাতে এসব অবৈধ কাজ পরিচালিত হয় যা শুধু প্রশাসনিকভাবে নির্মূল করা সম্ভব নয়। তিনি এ সময় মাদারীপুর জেলার সকল পর্যায় থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply