রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে এজাহার নামিয়ো পলাতক আরো দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার টেকেরহাট ও নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নরারকান্দী গ্রামের সাইদুল বেপারীর ছেলে সাগর বেপারী(২৭) ও খালিয়া গ্রামের আশরাফ আলী শেখের ছেলে শহর আলী শেখ (২৮)।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজেন্দ্রী দ্বারাদিয়া হতে ইশিবপুরগামী রাস্তার পাশের একটি মেহগনি বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে একটি রাম দা, একটি লোহার তৈরি শাবল, দুইটি সেলাই রেঞ্জ, একটি লোহার তৈরি কাটার, একটি লোহার তৈরি দা, ডাকাতদের বহনকারী একটি ইজিবাইক, ২টি স্ক্রু ড্রাইভার, ২টি প্লাস উদ্ধার করা হয়।
পরে তাদের জবানবন্দি অনুযায়ী ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে ওই ৪ ডাকাতকে জেল হাজতে প্রেরণ করা হয়। এরপর অভিযান চালিয়ে এজাহার নামিয়ো পলাতক আরো দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকেও আজ (রোববার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply