মাজহারুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা :
এসিড নিক্ষেপে আবার ঘটলো মৃত্যু। মাদারীপুর জেলার শিবচরের সাদিয়া আক্তারের ওপর সাবেক স্বামীর এসিড নিক্ষেপের তিন সপ্তাহ পর শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় সাদিয়ার স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে এসেছেন।
বর্বরোচিত এ এসিড সন্ত্রাস কমে এলেও তা যে বন্ধ হয়নি এই মৃত্যু সে কথাই মনে করিয়ে দিল। কিছুদিন আগে সাবেক স্বামী সুমন শিকদারের ছোড়া এসিডে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে গিয়েছিল সাদিয়ার।
সাদিয়ার বাবা লিটু হাওলাদার মেয়ের লাশ বুকে জড়িয়ে হাউমাউ করে কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমার মেয়েকে যারা হত্যা করেছে, আমি সেসব ঘাতকের ফাঁসি চাই।’
ইতোমধ্যে সুমন শিকদারের ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেছেন।
গত বুধবার (১৬ আগস্ট) রাত ১০ টার দিকে সাদিয়াকে তার বাবার বাড়িতে এসিড ছুড়ে মারে সুমন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
এলাকাবাসী জানান, বিগত ৪ বছর আগে প্রেম করে শিবচর উপজেলার মাদবরের চর এলাকার সিরাজ শিকদারের ছেলে সুমন শিকদারের সাথে বিয়ে হয় একই এলাকার লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তারের। তাদের ঘরে এক শিশু কন্যা সন্তানও রয়েছে। সংসার জীবনের শুরু থেকেই সুমনের কাজে অনিহা ও মাদকসেবী হওয়ার কারনে সংসারে অশান্তি লেগেই ছিল। একপর্যায়ে সাদিয়া তাকে তালাক দিয়ে দেয় এবং তার অন্যত্র বিয়ে ঠিক হয়। একথা সুমনের কানে পৌঁছাতেই ক্ষিপ্ত হয়ে উঠে সে। পরে গত বুধবার (১৬ আগস্ট) রাত ১০ টার দিকে সুমন সাদিয়ার উপর এসিড ছুড়ে মারে। এসিডে সাদিয়ার মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। পরবর্তীতে স্বজনরা সাদিয়াকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত সুমনকে শরীয়তপুরের জাজিরার মাঝিরচর হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে সে ঘটনার সত্যতা স্বীকার করে। এছাড়াও তার সাথে আরো কয়েকজন সহযোগী ছিলো বলেও সে জানিয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় এসিড দগ্ধ সাদিয়া শনিবার দুপুরে মারা গেছেন। সন্ধ্যায় তাঁর মরদেহ বাড়িতে আনা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply