ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
বিয়ের কথা বলে এক নারীকে ঢাকা থেকে মাদারীপুরের ডাসার উপজেলায় এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাসার থানায় গতকাল শুক্রবার দুপুরে বাদী হয়ে মামলা করেছেন ওই নারী। শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানিয়ে অভিযুক্তদের বিচার চেয়েছেন ভুক্তভোগী।
মামলার আসামিরা হলো বরিশালের গৌরনদী উপজেলার এসকেন্দার হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৩০), একই এলাকার কাদের হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৫০), ডাসার উপজেলার পূর্ব ডাসার গ্রামের রকমান শেখের ছেলে মানিক শেখ (৩০) ও ঢাকার মিরপুরের চায়ের দোকানদার বাবু মানিক (৪০)।
মামলার এজাহার থেকে জানা যায়, ঢাকার মিরপুরে একটি ভাড়া বাসায় থাকেন ওই নারী। এর সুবাদে বাসার সামনের চায়ের দোকানদার বাবু মানিকের সঙ্গে পরিচয় হয়। সম্প্রতি বাবু জানায় মানিক শেখের কাছে ভালো ছেলে আছে। ছেলের বাড়িঘর দেখে পছন্দ হলে তার সঙ্গে ওই নারীকে বিয়ে দেওয়া হবে। বাবুর কথায় মানিক শেখের সঙ্গে গত বুধবার দুপুরে মিরপুর থেকে গৌরনদী উপজেলায় রওনা হন ভুক্তভোগী। সেখান থেকে রাত ৯টায় ডাসার উপজেলার কালাম বেপারির বাড়িতে আসে তারা। কালাম বেপারি আসামি ইদ্রিসের আত্মীয় হওয়ায় চার আসামি ও নারীকে ঘরে থাকতে দেন। রাতে তাকে হত্যার হুমকি দিয়ে অভিযুক্ত চার জন ধর্ষণ করে পালিয়ে যায়। বৃহস্পতিবার ডাসার থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী নারী বলেন, ‘বিয়ের কথা বলে আমাকে ঢাকা থেকে মাদারীপুরে এনে ধর্ষণ করেছে তারা। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার চাই। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।’
বাড়ির মালিক কালাম বেপারি বলেন, ‘ইদ্রিস আমার আত্মীয় হওয়ায় রাতে সবাইকে বাড়িতে থাকতে দিয়েছি। কিন্তু তারা ওই নারীর সঙ্গে এমন কাজ করবে ভাবতে পারিনি। ঘটনায় জড়িতদের কঠিন বিচার চাই আমি।’
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান হাসান বলেন, ‘মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply