রকিবুজ্জামান, নিজস্ব প্রতিবেদক :
বিএনপি দেশের উন্নয়ন চায় না বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন তাদের সহ্য হয়না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান মিয়া গোলাপ।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রসস্ত ও শক্তিশালী করণ প্রকল্পের আওতায় মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের বয়াতীবাড়ি খালের উপর ২০ মিটার গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন আজ সারাবিশ্বের কাছে বিস্ময়।এর ফলে বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে সীকৃতি লাভ করেছে।আর উন্নয়নের এ ধারা বজায় থাকলে ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশ।
দেশের এ উন্নয়ন দেখে বিএনপি জামাত নির্বাচনে আসতে ভয় পাচ্ছে।কারণ তারা জানে দেশের জনগন শেখ হাসিনার প্রতি আস্থা রেখে নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক উপায়ে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে বলেও জানান সংসদ সদস্য ড.আবদুস সোবহান মিয়া গোলাপ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ বাশার, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকমান সরদার, পৌর আওয়ামীলীগ সভাপতি আবুল বাশার, কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক নিজাম সরদার, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান আঃ হাই, পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান, কালকিনি উপজেলা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক রেজাউল ফরাজী, কালকিনি পৌর তাঁতীলীগের সভাপতি জামাল হোসেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহীন ফকিরসহ সভাপতি ছামাদ হাওলাদার সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply