কালকিনি সংবাদদাতা :
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার লোকালয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একটি মুখপোড়া হনুমান। কয়েক দিন ধরে বড় আকারের হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, আবার কখনো দোকানের ও বাড়ির ছাদে ঘোরাফেরা করছে হনুমানটি। এটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। এদিকে উৎসুক জনতা হনুমানটিকে খাবার দিচ্ছে। হনুমানও খাবার খেয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে।
পৌর এলাকার ভূরঘাটা বাজারের ব্যবসায়ী দবির মোল্লা বলেন, আজ শুক্রবার সকালে হনুমানটি আমাদের বাজার এলাকায় অবস্থান করছিল। আমি তখন ওই ক্ষুধার্ত হনুমানকে খাবার দিয়েছি। স্থানীয় শিক্ষক লোপা রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে হনুমানটিকে পূয়ালী এলাকায় একটি বাসার ছাদে দেখাগেছে। এ সময় অনেকেই হনুমানটিকে কলা, পাউরুটি, বিস্কুট খেতে দেন। মুখপোড়া হনুমানটি এক সপ্তাহ ধরে ভূরঘাটা, পূয়ালী, রেন্ডিতলাসহ বিভিন্ন এলাকায় ঘুরছে। বন্য প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। তবে মুখপোড়া হনুমানটি যখন যাঁদের বাড়ির ছাদে অবস্থান করে, তখন তাঁরা আতঙ্কে থাকেন। এটির মুখের অবয়ব দেখে শিশুরাও ভয় পায়।
পূয়ালী গ্রামের মো. আকবর হোসেন বলেন, আমার অনেকদিন যাবত ভূরঘাটা এলাকায় হনুমানের আগমন দেখিনা। তবে হঠাৎ হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। খুবই ভালো লাগছে। মানুষ হনুমানকে খাবার দিচ্ছে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবী জানাই।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, কেউ যেন হনুমানটিকে বিরক্ত না করে। সেই সঙ্গে এর থেকে দূরত্ব বাজায় রাখতে পরামর্শ দেন তিনি।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply