রকিবুজ্জামান, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনিতে অসহায় এক ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সেচ্ছাসেবী সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি।
বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার কালকিনি মর্ডান (প্রাঃ) হাসপাতালের সামনে ঐ অসহায় ব্যক্তির কাছে সহায়তার অর্থ প্রদান করা হয়।
অসহায় ঐ ব্যক্তির নাম মোঃ শাহালাল বেপারী।পেশায় তিনি একজন সামান্য সবজি বিক্রেতা। সে কালকিনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণ নগর গ্রামের বাসিন্দা।
জানা যায়,শাহালাল বেপারী শারীরিকভাবে অসুস্থ এবং বেশ কয়েক বছর যাবৎ নানা রোগে ভুগছেন। এ অবস্থায় পাইকারি সবজি বাজার হতে বাকিতে সবজি এনে ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন তিনি। সারাদিন শেষে উপার্জিত টাকা থেকে মহাজনের বাকি পরিশোধ করে অবশিষ্ঠ ২-৩ শত টাকা যা পান,তা দিয়ে এক সন্তান ও স্ত্রী সহ নিজের চিকিৎসা খরচ চালান তিনি।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় যেদিন শারীরিক অসুস্থতার জন্য সবজি বিক্রি করতে বের হতে পারেন না সেদিন অনেকটা না খেয়ে অত্যন্ত কষ্টের মাঝে দিন কাটাতে হয় তার পরিবারকে।
শাহালাল ও তার পরিবারের এ অসহায়ত্ব দেখে এগিয়ে আসেন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সম্মানিত উপদেষ্টা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুবাই প্রবাসী মোঃ মাসুদ হোসেন হাওলাদার।তিনি অসহায় শাহালাল বেপারীকে নিজস্ব তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করেন।যা আজ কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সদস্যরা শাহালাল বেপারীর হাতে তুলে দেন।
এ সময় সবজি বিক্রেতা শাহালাল বেপারী কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মোঃ মাসুদ হোসেন হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সম্মানিত উপদেষ্টা মোঃ মাসুদ হোসেন হাওলাদারের বড়ভাই ফারুক হাওলাদার,উপদেষ্টা মীর সরোয়ার আলম ফেরদৌস,উপদেষ্টা ও কালকিনি মর্ডান হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ আঞ্জুমান আরা বেগম (মনি), সংগঠনটির নির্বাহী পরিচালক রোমান হোসেন রানা মৃধা,সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন,সদস্য আশিকুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আর্থিক এ সাহায্য কিছুটা হলেও অসহায় পরিবারের কষ্ট দূর করতে সহায়ক হবে বলে আশাবাদী সেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা। তারা সমাজের বিত্তবানদের এমন অসহায়দের সাহায্যে এগিয়ে আসারও আহবান জানান।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply