মাসুদুর রহমান, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর মাঠে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বদ্বে কিশোর গ্যাং-এর হামলায় সিয়াম নামের এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ওই শিক্ষার্থীর গলায় ছুড়ি চালিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে শিবচর পৌর এলাকার নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের খেলার মাঠে এঘটনা ঘটে। এ ঘটনায় সিয়ামের সাথে থাকা আরো ৩জন আহত হয়।
আহত সিয়াম শিবচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুয়াতলা বাহেরচর এলাকার তোফাজ্জেল রাড়ীর ছেলে ও শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের নবম শ্রেনীর ছাত্র। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকয়েকদিন পূর্বে আহত সিয়াম ও বিপক্ষের কিশোর দলের সাথে ফুটবল খেলা নিয়ে বিরোধ হয়েছিলো। আজ দুপুরে নন্দকুমার মাঠে খেলা শেষ হওয়ার পর তুচ্ছ বিষয় নিয়ে পুনরায় তাদের দুইপক্ষের সাথে কথাকাটাকাটি ও দ্বদ্ব হয়। এক পর্যায়ে কিছুক্ষন পর একদল কিশোর গ্যাং দেশী-বিদেশী অস্ত্রসস্ত্রসহ নন্দকুমার মাঠে এসে আহত সিয়ামের উপর উপর্যুপুরি হামলা চালায়। ধারালো ছুড়ি দিয়ে সিয়ামের গলায় আঘাত করলে মাটিতে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিয়ামকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, খেলা নিয়ে কিশোরদের দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনায় কিশোর দলের হামলায় একজনের গলায় ছুরি বসিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দোষীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply