রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির কাজী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার খালিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির ওই গ্রামের মৃত হারুন কাজীর ছেলে।
জানা গেছে, সাব্বির নিজ বাড়ির পাশে পল্লী বিদ্যুতের তারের ওপর থেকে বাঁশ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply