নিজস্ব প্রতিবেদক | মাদারীপুরসময় ডটকম
মাদারীপুরের শিবচরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আকলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। তাঁকে ওই গ্রামের দুটি স্থানে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছিল বলে জানা যায়। ওঝার ঝাড়ফুঁকে কোনো উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় আকলিমাকে। দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। আকলিমা মাদারীপুরের শিবচর থানার মইজুদ্দিন হাজীকান্দি গ্রামের সৌদি প্রবাসী আব্দুল বারেক মাদবরের স্ত্রী।
আকলিমার ছোট ভাই মো. রুবেল মিয়া জানান, বিকেলে একটি বিষাক্ত সাপ তাঁর বোনের বাম পায়ের হাঁটুর ওপর ছোবল দেয়। পরে সাপটি দ্রুত চলে যায়। চিৎকার দেওয়ার পর তাঁকে ওঝাদের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply