1. editor@madaripursomoy.com : Madaripur Somoy : Madaripur Somoy
  2. admin@madaripursomoy.com : মাদারীপুরসময় ডটকম : মাদারীপুরসময় ডটকম
  3. news@madaripursomoy.com : Madaripur Somoy : Madaripur Somoy
রাজৈরে ছিনতাইকারী চক্রের ফাঁদ: টার্গেট ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীরা - মাদারীপুরসময় ডটকম
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

রাজৈরে ছিনতাইকারী চক্রের ফাঁদ: টার্গেট ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীরা

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
2 9 23.madaripursomoy 1
print news
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
টার্গেট করা হয় ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলনকারীদের। মাঝপথে গতিরোধ করে কখনো র‌্যাব ও কখনো ডিবি পরিচয়ে প্রাইভেটকারে তুলে নেয় ছিনতাইকারীরা। পরে হাত-পা ও চোখ-মুখ বেঁধে টাকা নিয়ে মহাসড়কের নির্জন স্থানে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনা যেন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের ব্যাংক গ্রাহকদের নিত্যদিনের সঙ্গী। বার বার গ্রাহকের লাখ লাখ টাকা খোঁয়া গেলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে মূলহোতারা। এতে চরম আতঙ্কে রয়েছে গ্রাহকরা। তবে রাজৈর থানার ওসি বলছেন, প্রতারকদের ধরতে ও গ্রাহকদের নিরাপত্তায় ব্যাংক এলাকায় কাজ করছে পুলিশের একটি টিম।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ইশিবপুরে এজেন্ট ব্যাংক পরিচালনা করেন আরাফাত হোসেন নবীন। তার প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস ম্যানেজার আল-মুমিন মোল্লা সম্প্রতি টেকেরহাটের মেঘনা ব্যাংক থেকে ১২ লাখ টাকা নিয়ে গন্তব্যে রওনা দেন। মাঝপথে ছিনতাইকারীরা ডিবি পরিচয়ে তাকে প্রাইভেটকারে তুলে নেয়। পরে ২৫ কিলোমিটার দুরে মহাসড়কের নির্জন স্থানে চোখ ও হাত বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। একইভাবে এই চক্রের শিকার কবিরাজপুরের কেরামত আলী শিকদার, নারায়নপুরের গিয়াস শেখ। তাদের মতো আতঙ্কে টেকেরহাট বন্দরের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলতে আসা গ্রাহকরা।

অভিযোগ রয়েছে, বার বার একই স্টাইলে গ্রাহকদের লাখ লাখ টাকা খোঁয়া গেলেও উদ্ধারে তৎপরতা নেই পুলিশের। ব্যাংক কর্মকর্তাদের দাবি, এই চক্রটি শক্তিশালী হওয়ায় মুহুর্তেই বেশি টাকা উত্তোলনের খবর বাইরে চলে যায়। আর ঢাকা-বরিশাল মহাসড়ক ব্যবহার করে সটকে পড়ে দুর্বৃত্তরা।

‘ভুক্তভোগী আরাফাত হোসেন নবীন বলেন, চলতি মাসের ১৩ আগস্ট ১২ লাখ টাকা খোঁয়া গেলেও পুলিশের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার থানায় গিয়েছি, অপরাধী ধরার ব্যাপারে তৎপরতা নেই, আর টাকা উদ্ধারেও দৃশ্যমান কোন কার্যক্রম নেই পুলিশের।’ ‘আরেক ভুক্তভোগী কেরামত আলী শিকদার বলেন, আমার কবিরাজপুর ও কালামৃধা এই দুই জায়গায় আলাদা দুটি এজেন্ট ব্যাংক রয়েছে। প্রতিদিন লাখ লাখ টাকা বহন করতে হয়। আমার প্রতিষ্ঠানের ক্যাশিয়ার আবু মো. সায়েম গত বছরের ১৩ সেপ্টেম্বর ‘আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড’ টেকেরহাট শাখা থেকে ১৫ লাখ টাকা নিয়ে আসার সময় র‌্যাব পরিচয়ে প্রাইভেটকারে তুলে একটি চক্র। পরে টাকা নিয়ে সড়কের মধ্যেই তাকে ফেলে পালিয়ে যায়। এখনো উদ্ধার হয়নি খোঁয়া যাওয়া টাকা।’

‘অভিজিৎ ঘোষ নামে এক গ্রাহক বলেন, ব্যাংক থেকে টাকা তুললেই ছিনতাইয়ের কবলে পড়তে হচ্ছে। এমন ঘটনা দীর্ঘদিনের। প্রতিনিয়ত ভয় হয়, আমরা নিরাপত্তা চাই। যাতে কোন ধরণের বিপদ না হয়।’ ‘অহিদুল ইসলাম নামে একজন বলেন, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে প্রতিনিয়ত পুলিশি টহল জোড়দার করতে হবে। যাতে অপরাধীরা আতঙ্কে থাকে। এছাড়া তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিৎ। তা না হলে এমন কর্মকান্ড হতেই থাকবে।’

আল আরাফাহ ইসলামী ব্যাংক টেকেরহাট শাখার ব্যবস্থাপক মো. ছামাদ বিশ্বাস বলেন, টেকেরহাট বন্দরে ১৫টি ব্যাংকে প্রতিদিন ৫০-৬০ কোটি টাকা লেনদেন হয়। গত দুই বছরে ছোটবড় মিলিয়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে টেকেরহাট বন্দর ও আশপাশে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ এমন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। মূলত বড় ধরনের টাকা উত্তোলনের খবর ব্যাংক থেকে বাইরে চলে যাচ্ছে। গ্রাহক বেশে ব্যাংকে প্রতিনিয়ত ঘোরাফেরা করছে চক্রটি। আমরাও এর প্রতিকার চাই।

মেঘনা ব্যাংক টেকেরহাট শাখার ব্যবস্থাপক মো. আরিফুর রহমান বলেন, আমরাও অবাক হই। টাকা লেনদেনের খবর কিভাবে প্রতারক চক্র পায়। মূলত এই চক্রটি দীর্ঘসময় একজন গ্রাহককে নজরদারিতে রাখে। এই চক্রটিতে অসংখ্য লোক কাজ করে। সম্প্রতি টাকা খোঁয়া যাবার ঘটনায় খুবই দুঃখজনক। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, সম্প্রতি ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আমরা সনাক্ত করেছি এবং সে ঢাকায় একটি ঘটনায় ধরা পড়েছে।

এর আগে ছিনতাইকারী চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংক এলাকায় দুইজন অফিসারের সমন্বয়ে গঠিত একটি টিম কাজ করছে। এছাড়া সকল ব্যাংক ম্যানেজারদের নিয়ে মিটিং করেছি ও প্রতিটি ব্যাংকে পুলিশি নিরাপত্তার জন্য পোস্টার লাগানো হয়েছে। সর্বনিম্ন কেউ তিন লাখ টাকা উত্তোলন করলেই তাকে পুলিশের সহযোগিতা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By Shakil IT Park

এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত