আশরাফুর রহমান, কালকিনি সংবাদদাতা:
মাদারীপুরের কালকিনিতে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট ) সকালে কালকিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও কালকিনি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল বলেই আজ আমরা বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পেয়েছি এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। আমরা একটি ডিজিটাল বাংলাদেশ পেয়েছি।
মাদারীপুর জেলা তথ্য অফিসার বেনজির আহমেদ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃকায়েসুর রহমান, কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান, শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক সহ কালকিনি উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply