এস এম আরাফাত হাসান, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরে ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর শ্রমিক কল্যাণ সংস্থার আয়োজনে শহরের কুকরাইল মহিউদ্দিন আহমেদ আয়ান মডেল মাদরাসা ও শিশু সদনের সম্মেলন কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদারীপুর শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোক্তা ও প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী এবং জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জালালউদ্দিন আহম্মেদ ইয়ামিনের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফায়েজুল শরীফ এর পরিচালনায় দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির,মোঃ আজাদ মুন্সী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল।
এসময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান বাবু শরীফ,দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, পৌর আওয়ামীলীগ সভাপতি আকবর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী, যুবলীগ সভাপতি মোঃ আতাহার সরদার, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও আওয়ামীলীগ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন । দোয়া অনুষ্ঠান শেষে খাদ্য বিতরণের মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ হয়। এতে সহযোগিতা করেন ইসলামী কল্যাণ সংস্থা (ওয়াকফ)।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply