এস.এম. দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:
জাতীয় কবিতা মঞ্চ’র মাদারীপুর জেলা কমিটি ঘোষণা নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সাড়ে ৫ টায় শিবচরে এক অভিষেক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটি সভাপতি কবি গবেষক ও সংগঠক ও বহু গ্রন্থের প্রণেতা মাহমুদুল হাসান নিজামী।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক, সংগঠক ও জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান নিজামী।
কবি রাফেজা খানম রত্নার সুললিত সঞ্চালনায় কবি গবেষক ও সংগঠক শ ম দেলোয়ার জাহান এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি মোশাররফ হোসেন, কবি জাহিদ হোসেন মোল্লা, কবি ও গীতিকার মোঃ শাহ্ আলম মিয়া, কবি এমদাদুল হক, কবি জাহিদুল ইসলাম, কবি আশরাফুল আলম মুকুল, কবি রেজাউল করিম মাসুম, কবি শহীদ আল জেরিন,কবি এম এ শিকদার, কবি অয়ন কুমার সরকার, কবি জিয়াসমিন, কবি তাশনোভা তুশিন, শিক্ষক সুভাষ পান্ডে এছাড়াও মাদারীপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক কবি সাহত্যিক অংশগ্রহণ করেন।
জাতীয় কবিতা মঞ্চ’র মাদারীপুর জেলা কমিটির সভাপতি পদে কবি জাহিদ হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে কবি মোঃ শাহ্ আলম মিয়া-সহ ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষনার পর শুরু হয় সম্মানিত কবিদের কবিতা পাঠ, গান ও পুঁথি পাঠের আসর। প্রত্যেক কবি তাঁর একাধিক কবিতা পাঠের পাশাপাশি সমসাময়িক সাহিত্য ভাবনা এবং করণীয় শীর্ষক ইতিবাচক বক্তব্য পেশ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতীয় কবিতা মঞ্চের ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। সাহিত্য আলোচনার এক ফাঁকে সামাজিক প্রতিষ্ঠান “পঞ্চমালা’র প্রথম প্রকাশনা “প্রজাপতি” নামে একটি পত্রিকার প্রথম সংখ্যা আত্মপ্রকাশ করে। পরে কবি তাশনোভা তুশিন সম্পদিত “প্রজাপতি” প্রধান অতিথি, সভাপতি এবং অন্যান্য কবি সাহিত্যিক ও অতিথিদের হাতে তুলে দেয়া হয়।
প্রধান শিক্ষক জনাব এমদাদুল হক তার বক্তব্যে তার সময়কার শিবচরের সাহিত্য ঐতিহ্য সম্ভার বর্ণনা করতে গিয়ে ‘শিবসাস’ পত্রিকার কথা তুলে ধরেন।
উদীয়মান শিল্পী জুয়েনার একাধিক নজরুলগীতি, রবীন্দ্র সংগীত ও আধুনিক গান আমন্ত্রিত অতিথিরা মুগ্ধতা নিয়ে উপভোগ করেন। কবি অয়ন কুমার সরকার ও কবি তাশনোভা তুশিন এর সার্বিক তত্বাবধান, শাহনেওয়াজ ও তার কয়েকজন বন্ধুর অক্লান্ত পরিশ্রম এবং তাদের নান্দনিক আতিথিয়েতা ছিল চোখে পড়ার মত।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply