মোঃ আবু জাফর, শিবচরঃ
ঢাকায় বসুন্ধরা গ্রুপ ৩য় বিভাগ ফুটবল লীগে রানার্সআপ হয়ে ২য় বিভাগ ফুটবল লীগে উর্ত্তীন হওয়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের খেলোয়ার ও কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে জেলার শিবচর পৌরসভার অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ আঃ লতিফ মোল্লা,পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, পৃথিবীতে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন কোন খেলা হয় সেদিন খেলার উপরই থাকেন। সংসদে বসেও তিনি খেলার সর্বশেষ খোজখবর রাখেন। শুধু খেলাধুলা করলে হবে না। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও করতে হবে। কারন পড়ালেখা না থাকলে তোমরা আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবা না।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply