মাদারীপুর জেলা প্রতিনিধি :
জেলার কালকিনিতে ২৭টি ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।
রোববার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন পৌর এলাকার কাষ্টগড় গ্রামের গাজী হাওলাদার (২৫), মান্নান ওরফে মনা (৩৮), পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের শওকাত হোসেন (২৭) ও তাজমীর (২০)।
জানা গেছে, কালকিনি পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড কাষ্টগর, লক্ষ্মীপুর-পখিরা ও চরলক্ষ্মী গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় চলছিল। এর ফলে এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ইতোপূর্বে স্থানীয়রা এলাকায় মাদকসহ অন্যান্য অপরাধ নির্মূলের জন্য একটি মানববন্ধনও করে। পরে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার মাদক সম্রাট উজ্জ্বল বেপারীসহ কয়েকজনকে মাদকসহ আটক করে জেলহাজতে পাঠায়।
৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ জানান, আমার এলাকা মাদকমুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে করে কেউ এ এলাকায় মাদক ব্যবসায় না জড়াতে পারে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, ২৭টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply