মাদারীপুর প্রতিনিধি :
ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা সদর হাসপাতালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক র্যালিটি জেলা সদর হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এ সময় জনসচেতনার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পরে সদর হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, মেডিকেল অফিসার ডা. মো. খলিলুজ্জামান হিমু, মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, ডা. সাবিনা বিনতে আলমগীর, নার্স, স্বাস্থ্য সহকারীসহ অন্যরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply