মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে স্ত্রীর দায়েরকৃত যৌতুকের মামলয় বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র ক্যাডার স্বামী ও ভারতের কূটনৈতিক অফিসের কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ আকন (৩৭) কে কারাগারে পাঠিয়েছেন মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন। আসামি মো. আব্দুল ওয়াদুদ আকন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামের আব্দুল বারেক আকনের ছেলে। আসামি মো. আব্দুল ওয়াদুদ আকন সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে চাকুরী করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৭ এপ্রিল তারিখে মামলার বাদী জারিন রাফা নীলান্তি সাথে আসামি মো. আব্দুল ওয়াদুদ আকনের বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সান আছে। ২০২২ সালে ৭ ই অক্টোবর বাদীর মাদারীপুরের এক আত্মীয়ের বাসায় বসে আসামি বাদীনির নিকটে ৪০ চল্লিশ লাখ টাকা এবং ৫ কাঠা জমির প্লট যৌতুক দাবী করে। এ ঘটনার পরে বাদী মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুকের মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠানের আদেশ প্রদান করেন। জারিন রাফা নীলান্তি আসামির দ্বিতীয় স্ত্রী।
মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদার বলেন, বৃহস্পতিবার দুপুরে আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠানের আদেশ প্রদান করেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply