শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শিবচর উপজেলায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১, সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব এবং ডেঙ্গু প্রতিরোধ, মাদক, সাম্প্রদায়িকতা এবং অন্যান্য সামাজিক ইস্যু নিয়ে উন্মুক্ত বৈঠক এর আয়োজন করা হয়।
সোমবার (২২ আগষ্ট) বেলা ৪ টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডে একটি উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে মাদারীপুর জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেনজীর আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হয়েছেন। ডিজিটাল বাংলাদেশের সুফল আপনারা পাচ্ছেন। এখন স্কুল-কলেজে ভর্তির জন্য ঢাকা, মাদারীপুর যেতে হয় না। বাড়িতে বসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়। মোবাইল এ্যাপসের মাধ্যমে বিদেশ থেকে টাকা চলে আসে, স্কুলে উপবৃত্তির টাকা মোবাইলে চলে আসে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজের ভূমিকা অপরিসীম, শিক্ষার ক্ষেত্রেও নারীর ভূমিকা অপরিসীম।
তিনি বক্তব্যে আরো বলেন, অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
মাদারীপুর জেলা তথ্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ বেনজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন এর সচিব। এছাড়াও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর ও সাংবাদিক অপূর্ব জয়সহ অর্ধশতাধিক এলাকাবাসী ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply